selim cultural institute

শিল্প ও সংস্কৃতি চর্চার এক অন্যতম মাধ্যম

সেলিম কালচারাল ইন্সিটিউট

একটি জাতির শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ হচ্ছে শিল্পকলা। বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে লালন ও চর্চা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেলিম কালচারাল ইন্সটিটিউট ।

আমাদের কোর্স সমূহ

সেলিম কালচারাল ইন্সটিটিউট এর ইতিকথা

সেলিম কালচারাল ইন্সটিটিউটটি বীরমুক্তিযােদ্ধা শহীদ লেঃ সেলিম মোঃ কামরুল হাসান এর নামে প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯৭৯ সালে অধ্যাপিকা খালেদা খানম তার ছােট ভাই সেলিম মােঃ কামরুল। হাসানের স্মৃতি রক্ষার্থে শহীদ লেঃ সেলিম শিক্ষালয় প্রতিষ্ঠা করেন। শহীদ লেঃ সেলিম মােঃ কামরুল হাসান ১৯৭১ সালে ৩০ জানুয়ারী মীরপুর-১২ নং সেকশনে অস্ত্র উদ্ধার করতে গেলে সেখানে পাকিস্তানী বিহারীদের অতর্কিত হামলায় তিনি শহীদ হন।

একটি জাতির শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অংশ হচ্ছে শিল্পকলা। বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে লালন ও চর্চা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেলিম কালচারাল ইন্সটিটিউট । আলােকিত ও পরিশীলিত সমাজ বিনির্মানে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, কর্মকান্ডের অবদান অপরিসীম। শিশু-কিশােরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও পরিচর্চার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা পালন করছে।

আমাদের লক্ষ্য

আমাদের উদ্দেশ্য

বৈশিষ্ট্য সমুহঃ

আসন্ন আয়োজন